ক্ষেতে কাজ করতে যাওয়ার জন্য ছেলেকে ঘুম থেকে ডেকে তোলায় ক্ষুব্ধ হয়ে পিতা রুহুল কাদেরকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেছেন ছেলে।
আজ শনিবার ভোরে কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব ভেওলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ছেলে শহিদুল ইসলাম (২২) পলাতক রয়েছে।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গণি বলেন, ভোরে রুহুল কাদের তার ছেলেকে কাজে যাওয়ার জন্য ঘুম থেকে ওঠার জন্য ডাকেন। এ সময় ক্ষিপ্ত হয়ে শহীদুল তার বাবাকে পেছন দিক থেকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে তিনি মারা যান।
ওসি আরও বলেন, ঘটনাটি ধামাচাপা দিয়ে মরদেহ দাফন করার চেষ্টা করে পরিবারের লোকজন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরির পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা হবে।