fbpx
শুক্রবার, ডিসেম্বর ১৩, ২০২৪
বাড়িআন্তর্জাতিকভারতীয় সেনাবাহিনীর কর্নেল, স্ত্রী-ছেলেসহ সন্ত্রাসী হামলায় নিহত

ভারতীয় সেনাবাহিনীর কর্নেল, স্ত্রী-ছেলেসহ সন্ত্রাসী হামলায় নিহত

ভারতের মণিপুরে মিয়ানমার সীমান্তের কাছে সন্ত্রাসী হামলায় ভারতীয় সেনাবাহিনীর এক কর্নেল, তার স্ত্রী, ছেলে ও চার সৈনিক নিহত হয়েছে।

মণিপুরের চুরাচাঁদপুর জেলায় স্থানীয় সময় শনিবার সকাল ১০টার দিকে এই হামলার ঘটনা ঘটে। ওই হামলাকে ওই অঞ্চলে সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়াবহ হামলা হিসেবে উল্লেখ করেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

এনডিটিভি জানিয়েছে, ৪৬ আসাম রাইফেলসের কমান্ডিং অফিসার কর্নেল বিপ্লব ত্রিপাঠী শনিবার কাছের এক ক্যাম্পে যায়। ফিরে আসার সময় তার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ওই হামলার পেছনে মণিপুর ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠী পিপলস লিবারেশন আর্মি বা পিএলএ জড়িত বলে ধারণা করা হচ্ছে। যদিও তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এই হামলার দায়িত্ব স্বীকার করেনি বলে ওই সূত্র জানিয়েছে।

সেখানে থেমে থেমে গোলাগুলি চলছিল বলে পুলিশের এক সূত্র এনডিটিভিকে জানিয়েছে। এই প্রথম ওই জেলার প্রত্যন্ত অঞ্চলে হামলায় কোনো বেসামরিক মানুষ নিহতের ঘটনা ঘটল। চুরাচাঁদপুর জেলা থেকে ৫০ কিলোমিটার দূরে অবস্থিত ওই গ্রামটি একদম প্রত্যন্ত এলাকায় অবস্থিত।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments