সচেতন বার্তা, ১৯ জুলাই: স্ত্রীকে গলা কেটে হত্যার ঘটনায় রাজশাহীতে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আয়নাল হক (৩০) নগরীর শাহমখদুম থানার বায়া কোলাবাড়ী এলাকার একরামুল হকের ছেলে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক এইচ এম ইলিয়াস হোসাইন এ রায় দেন। এ সময় আসামিকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন। ২০১৬ সালের ১৬ এপ্রিল স্ত্রী সুফিয়া খাতুনকে বাড়ির উঠানের পেছনে গলা কেটে হত্যা করেন আয়নাল হক। এ ঘটনায় নগরীর শাহ মখদুম থানায় নিহত বুলবুলির বাবা জয়নাল বাদী হয়ে একটি হত্যা মামলা করেন।
রাজশাহীতে স্ত্রীকে হত্যার মামলায় স্বামীর মৃত্যুদণ্ড
RELATED ARTICLES