কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা এলাকায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে চাচা-ভাতিজা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
নিহতরা হলেন- পাকুন্দিয়া উপজেলার বুরোদিয়া এলাকার লাল মিয়া (৫০) ও তার ভাতিজা রাহাত মিয়া (৩৫)।
শনিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের আচমিতা এলাকায় এ ঘটনা ঘটে। কটিয়াদী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ তৌফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, কটিয়াদী থেকে মোটরসাইকেলে করে কিশোরগঞ্জের দিকে যাচ্ছিলেন লাল মিয়া ও তার ভাতিজা। এসময় আচমিতা ইউনিয়নের চারিপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন অটোরিকশার দুই যাত্রী। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ আরও জানায়, দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী কিশোরগঞ্জ-ভৈরব সড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কটিয়াদী হাইওয়ে পুলিশ।
নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।