খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় ঢাকাসহ সারাদেশে দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে দলের জ্যেষ্ঠ মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, ‘গণতন্ত্রের প্রতীক, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় আগামী মঙ্গলবার বিএনপির উদ্যোগে সারা দেশে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।’
এদিকে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সিসিইউ কেবিনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তার চিকিৎসক টিমের সদস্য প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন। রবিবার বিকেল সোয়া তিনটার দিকে ডা. জাহিদ জানান, শনিবার রাতে ভর্তির পর পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসক বোর্ডের পরামর্শ মতো তাকে সিসিইউ কেবিনে রাখা হয়েছে।