যৌন হয়রানির অপমান সইতে না পেরে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে শাম্মী আকতার মিলি (১৫) নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী।
গতকাল বিকাল ৩টায় জয়পুরহাটের ক্ষেতলাল বড়তারা গ্রামে এ ঘটনা ঘটে। শাম্মী আক্তার ওই গ্রামের মিলন মিয়ার মেয়ে। জানা গেছে, বাঘাপাড়া গ্রামের মামুনুল ইসলাম মামুনের ছেলে রফিকুল ইসলাম (৪০) দীর্ঘদিন থেকে যৌন হয়রানি করে আসছিল বুদ্ধি প্রতিবন্ধী ওই শিক্ষার্থীকে।
গত ৭ই নভেম্বর স্কুলের এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে অন্যান্যদের সঙ্গে উপস্থিত ছিলেন ওই শিক্ষার্থী। অনুষ্ঠান শেষে বিকালে বাড়ি ফেরার পথে একই গ্রামের রফিকুল ইসলাম রফিকের ছেলে শাহিনুর তাকে বাড়ি পৌঁছে দেয়ার কথা বলে তার মোটরসাইকেলে তুলে নেয়। মোটরসাইকেলে ভিন্ন পথ ঘুরিয়ে বিকাল ৫টার সময় স্কুলের পরিত্যক্ত ঘরের সামনে নিয়ে আসে। এ সময় রফিকুল ওই শিক্ষার্থীকে কৌশলে স্কুলের পরিত্যক্ত ঘরে নিয়ে যৌন নির্যাতন করে।