বগুড়ার গাবতলীতে নৈশ প্রহরীদের হাত-পা বেঁধে তিন মার্কেটে দুর্ধর্ষ ডাকাতির মূলহোতাসহ চক্রের একাধিক সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার (২১ নভেম্বর) রাতে চাঞ্চল্যকর ও আলোচিত ওই ঘটনায় গোয়েন্দা কার্যক্রম চালিয়ে তাদের গ্রেফতার করে র্যাবের একটি দল। এসময় লুণ্ঠিত অলংকার ও অন্যান্য লুণ্ঠিত সামগ্রী, ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাক ও অস্ত্র উদ্ধার করা হয়।
রাতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব সদরদপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।
তিনি বলেন, সোমবার (২২ নভেম্বর) দুপুরে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
গত ৬ নভেম্বর বগুড়ার গাবতলীতে নৈশ প্রহরীর হাত-পা বেঁধে তিন মার্কেটের গেটের তালা কেটে নয়টি দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে।
ডাকাত দল স্বর্ণালংকার, ইলেকট্রনিকস সামগ্রী, কাপড়, মোবাইলসহ প্রায় ২০ লক্ষাধিক টাকার মালামাল ও নগদ অর্থ নিয়ে পালিয়ে যায়।