fbpx
শুক্রবার, ডিসেম্বর ১৩, ২০২৪
বাড়িঘটনা-দুর্ঘটনাঢাকার মুগদায় গ্যাসের আগুনে দগ্ধ মা ও শিশুর মৃত্যু

ঢাকার মুগদায় গ্যাসের আগুনে দগ্ধ মা ও শিশুর মৃত্যু

রাজধানীর মুগদায় একটি বাসায় গ্যাসের আগুনে দগ্ধ একই পরিবারের চারজনের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। তারা হলেন-মা প্রিয়াংকা ও তার শিশুসন্তান অরূপ। গতকাল সোমবার রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

আজ মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া। চিকিৎসকের বরাতে তিনি জানান, সোমবার রাত ১১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যায় শিশুটি। এর পর রাত ৩টার দিকে মারা যান তার মা প্রিয়াংকা।

এ ছাড়া আগুনে দগ্ধ প্রিয়াংকার স্বামী সুধাংশু ও মা শেফালী রানী এখনো ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

এর আগে সোমবার সকালে রান্নাঘরে চুলা জ্বালাতে গেলে জমে থাকা গ্যাসে আগুন ধরে যায়। এতে ওই চারজন দগ্ধ হন। আগুনে শেফালীর শরীরের ৫৫ শতাংশ, প্রিয়াংকার ৩০ শতাংশ, সুধাংশুর ৩৫ শতাংশ এবং অরূপের ৫ শতাংশ পুড়ে যায়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments