fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িজাতীয়অপরাধক্ষমতাসীন দলের ১০-১৫ জনের দুর্নীতির অনুসন্ধান চলছে: দুদক চেয়ারম্যান

ক্ষমতাসীন দলের ১০-১৫ জনের দুর্নীতির অনুসন্ধান চলছে: দুদক চেয়ারম্যান

সচেতন বার্তা, ২১ জুলাই:দুর্নীতি দমন কমিশন বর্তমানে ক্ষমতাসীন দলের ১০-১৫ জনের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান চালাচ্ছে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান ইকবাল মাহমুদ। 

আজ ঢাকায় জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সেমিনারে দুদক চেয়ারম্যান বলেন, আমার জানামতে ক্ষমতাসীন দলের ১০-১৫ জনের বিরুদ্ধে বিচার ও তদন্ত চলছে।

দুর্নীতি দমনে আইনজীবী ও বিচার বিভাগের ভূমিকা শীর্ষক এই সেমিনারের আয়োজক ছিল হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ। তবে ক্ষমতাসীন দলের এই লোকেরা কোনো পর্যায়ের নেতৃত্বে রয়েছে সে ব্যাপারে কোনো তথ্য জানাননি ইকবাল মাহমুদ।

দুর্নীতিবিরোধী রাষ্ট্রীয় সংস্থাটির বিরুদ্ধে নানা সময় অভিযোগ উঠেছে যে ক্ষমতাসীন দলের নেতাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নিয়ে কার্যকর ব্যবস্থা নিতে পারে না দুদক। এর মধ্যেই আজ এসব কথা বললেন দুদক চেয়ারম্যান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি আরও জানান, ক্ষমতাসীন দলের বাইরে আরেকটি দলের ১৫ জনের বিরুদ্ধে ও অন্যান্য ১২ জন রাজনৈতিক নেতার বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ তদন্তাধীন রয়েছে।

রাজনৈতিক নেতাদের বাইরে ২৫ জন ব্যবসায়ী ও ১৫ জন কূটনীতিকের বিরুদ্ধেও দুর্নীতির দতন্ত চলছে বলে উল্লেখ করেন তিনি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments