কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফনদীতে অভিযান চালিয়ে ৩০ হাজার ইয়াবা ও ১ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে কোস্টগার্ড। বুধবার ভোরে ইয়াবা ও আইসগুলো উদ্ধার করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. খন্দকার মুুনিফ তকি (বিএন)।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিসিজি স্টেশন টেকনাফ স্টেশনের কমান্ডার লে. এম নাঈম উল হক এর নেতৃত্বে শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফনদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ভোরে দুটি বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে বোট দুটিকে থামার জন্য সংকেত দেওয়া হয়।
ওই সময় কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় বোটের পিছু ধাওয়া করে পাচারকারীরা বোট থেকে একটি প্লাস্টিকের বস্তা সমুদ্রে ফেলে দিয়ে মিয়ানমার সীমান্তে দিকে পালিয়ে যায়।
পরে ফেলে যাওয়া প্লাস্টিকের বস্তাটি উদ্ধার করে তল্লাশি চালিয়ে ৩০ হাজার ইয়াবা ও ১ কেজি ক্রিস্টাল মেথ আইস পাওয়া যায়। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।