fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িজাতীয়অপরাধজামিন নামঞ্জুর, মিন্নির পক্ষে শুনানিতে প্রায় ৩০ আইনজীবী

জামিন নামঞ্জুর, মিন্নির পক্ষে শুনানিতে প্রায় ৩০ আইনজীবী

সচেতন বার্তা, ২২ জুলাই:বরগুনার আলোচিত রিফাত হত্যা মামলার প্রধান সাক্ষী ও নিহত রিফাতের স্ত্রী পুলিশের হাতে গ্রেপ্তারকৃত আয়েশা সিদ্দিকা মিন্নির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। রবিবার দুপুর ১২টায় শুনানি শেষে বরগুনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সিরাজুল ইসলাম গাজী এ জামিন আবেদন নামঞ্জুর করেন। 

শুনানি শেষে মিন্নির আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুল বারী আসলাম বলেন, ‘আইন ও সালিস কেন্দ্র আসক এবং ব্লাস্টের আইনজীবীসহ স্থানীয় প্রায় ৩০ জন অ্যাডভোকেট আমরা মিন্নির পক্ষে জামিন শুনানি করেছি। আমরা আমাদের যুক্তি তুলে ধরেছি। আমরা মিন্নির পক্ষে জামিন পাইনি। এরপর আমরা আমাদের পরবর্তী কার্যক্রম চালিয়ে যাবো।’

এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী ও সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সঞ্জীব দাস বলেন, ‘এ মামলার শুনানির পর বিজ্ঞ বিচারক মো. সিরাজুল ইসলাম গাজী ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, ‘দ্বিতীয় প্রধান আসামি রিফাত ফরাজী এবং অন্যতম আসামি রাব্বি আকন মিন্নির সম্পৃক্ততার কথা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এছাড়া মিন্নি নিজেও এ হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। তাই তার জামিন আবেদন না মঞ্জুর করা হল।’

এর আগে বেলা ১১টার দিকে মিন্নির জামিনের জন্য শুনানি শুরু হয়। প্রায় আধা ঘণ্টারও বেশি সময় ধরে জামিন শুনানি চলতে থাকে। জামিনের জন্য আদালতে শুনানিতে তার পক্ষে উপস্থিত ছিলেন বরগুনা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মাহবুবুল বারী আসলাম, সদস্য অ্যাডভোকেট গোলাম মোস্তফা কাদের, ব্লাস্ট ও আসকের অ্যাডভোকেট দীপক চন্দ্র হালদার, অ্যাডভোকেট আবদুল্লাহ আল নোমান, অ্যাডভোকেট সাহিদা বেগম, অ্যাডভোকেট আবদুর রশীদ এবং অ্যাডভোকেট মো. মিজানুর রহমানসহ প্রায় ৩০ জন আইনজীবী। অন্যদিকে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন সহকারী পাবলিক প্রকিকিউটর অ্যাডভোকেট সঞ্জিব দাস, অ্যাডভোকেট মজিবুল হক কিসলুসহ আরো অনেকে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments