fbpx
শুক্রবার, ডিসেম্বর ১৩, ২০২৪
বাড়িরাজধানীবাসচাপায় এসএসসি পরীক্ষার্থী নিহত , চালকসহ আটক ২

বাসচাপায় এসএসসি পরীক্ষার্থী নিহত , চালকসহ আটক ২

রাজধানীতে বাসচাপায় এসএসসি পরীক্ষার্থী দুর্জয় নিহত হওয়ার ঘটনায় বাসচালকসহ ২ জনকে আটক করা হয়েছে। সোমবার (২৯ নভেম্বর) রাত ১০টার দিকে রামপুরা ডিআইটি রোডে অনাবিল পরিবহনের বাসচাপায় নিহত হন দুর্জয়। পুলিশ এসব তথ্য নিশ্চিত করেছে। এ নিয়ে গেলো এক সপ্তাহে ঢাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৫ জন। এর মধ্যে ছাত্র ২ জন।

নিহত শিক্ষার্থীর নাম মাইনুদ্দিন ইসলাম দুর্জয় স্থানীয় একরামুন্নেসা স্কুলের এসএসসি পরীক্ষার্থী

প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পার হওয়ার সময় মাইনুদ্দিনকে চাপা দেয় বাসটি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে সমবেত হন অসংখ্য মানুষ। তারা সড়ক অবরোধ করেন। সেই সঙ্গে ৭টি বাসে আগুন দেন বিক্ষুব্ধ জনতা।

পরিস্থিতি স্বাভাবিক করতে ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিস ও পুলিশ। পুলিশ বলছে, ঘটনার পর উত্তেজিত জনতা ইট-পাটকেলও নিক্ষেপ করে।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, বাসচাপায় ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় উত্তেজিত জনতা সড়ক অবরোধ করেছেন। বাসে আগুন দিয়েছেন তারা। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট তা নেভানোর কাজ করছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments