fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িসারাদেশরাজশাহীরাজশাহীতে ছেলেধরা সন্দেহে ৫ জনকে গণপিটুনি

রাজশাহীতে ছেলেধরা সন্দেহে ৫ জনকে গণপিটুনি

সচেতন বার্তা, ২২ জুলাই:রাজশাহীর চারঘাট উপজেলার নুরুর বটতলা এলাকায় ছেলেধরা সন্দেহে পাঁচজনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে।

তারা হলেন- গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার খান্দারপাড়া গ্রামের মসলেম শেখের ছেলে হাফিজুর রহমান, হাজী আকতারের ছেলে আবুল হোসেন, আব্দুল মজিদের ছেলে আবুল হোসেন ও লুৎফর রহমানের ছেলে রেজাউল করিম। এছাড়াও ঢাকার লালবাগ এলাকার মজিদ মোল্লার ছেলে কাইয়ুমকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, এই পাঁচ ব্যক্তি আদ্বদ্বীন ওয়েলফেয়ার সেন্টার নামে একটি এনজিওর প্রচার কাজ করছিলেন। এ সময় হঠাৎ লোকজনের মধ্যে সন্দেহ জাগে। এলাকাবাসী তাদের পরিচয় জানতে চাইলে তাদের কথা সন্দেহ হয়। পরে ছেলেধরা সন্দেহে তাদের গণপিটুনি দেওয়া হয়।

চারঘাট মডেল থানার ওসি নজরুল ইসলাম বলেন, সন্দেহভাজন ওই পাঁচজন থানায় আটক রয়েছেন। তারা একেকজন একেকরকম কথা বলায় তাদের জিঙ্গাসাবাদ চলছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments