fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িসারাবিশ্ববিশ্বজুড়ে একদিনে করোনা শণাক্ত ৬ লাখেরও বেশি

বিশ্বজুড়ে একদিনে করোনা শণাক্ত ৬ লাখেরও বেশি

বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭ হাজার ৬০২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছেন ৬ লাখ ৮ হাজার ২৫৪ জন নতুন রোগী। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন ৪ লাখ ৫৬ হাজার ৩৮ জন।

শনিবার (১১ ডিসেম্বর) সকালে বৈশ্বিক করোনাভাইরাসের আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে সব তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২৬ কোটি ৯৪ লাখ ২০ হাজার ৪১৭ জন। তাদের মধ্যে মারা গেছেন ৫৩ লাখ ১১ হাজার ৪৮১ জন। এছাড়া সেরে উঠেছেন ২৪ কোটি ২২ লাখ ৭১ হাজার ৫৬৯ জন।

২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। এসময়ে দেশটিতে মারা গেছেন এক হাজার ৫৭৪ জন। শনাক্ত হয়েছেন ১৭ হাজার ৩২৬ জন। এ নিয়ে দেশটিতে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ কোটি ৭ লাখ ৫ হাজার ২৫৭ জনে। তাদের মধ্যে মারা গেছেন ৮ লাখ ১৭ হাজার ৩২৬ জন। এছাড়া সুস্থ হয়েছেন ৩ কোটি ৯৯ লাখ ৫১ হাজার ৬৯৩ জন।

একদিনে মৃত্যুর হিসাবে যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে রাশিয়া। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় এক হাজার ১৭৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সংক্রমিত হয়েছেন ৩০ হাজার ৮৭৩ জন। এ নিয়ে দেশটিতে শনাক্ত বেড়ে দাঁড়ালো ৯৯ লাখ ৫৬ হাজার ৬৭৯ জনে। তাদের মধ্যে মারা গেছেন দুই লাখ ৮৭ হাজার ১৮০ জন।

যুক্তরাজ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৮ হাজার ১৯৪ জন এবং মারা গেছেন ১২০ জন। এ পর্যন্ত দেশটিতে ১ কোটি ৭ লাখ ১৯ হাজার ১৬৫ জন আক্রান্ত এবং ১ লাখ ৪৬ হাজার ২৫৫ জন মারা গেছেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments