শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) এক শিক্ষকের জন্য ফেনসিডিল আনতে গিয়ে জাহিদুর রহমান নামে এক গার্ডসহ দুইজন আটক হয়েছেন।
আটককৃত গার্ড উপাচার্যের বাসভবনের পাশের গেস্ট হাউসের সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করেন।
সোমবার রাত ১১টার দিকে ফেনসিডিল নিয়ে উপাচার্যের বাসভবনের দিকে যাওয়ার সময় তাকে আটক করা হয়। এসময় আটক জাহিদ জানায়, একজন স্যার আমাকে বলেন- এক লোক একটি ওষুধ দেবে তা এনে দিতে। ওই শিক্ষকের কথামতো আমি বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের কাছ থেকে অপর লোকের দেয়া ওষুধ নিয়ে আসি। এটি ফেনসিডিল কিনা তা আমি জানতাম না।
পরে শিক্ষার্থীদের জেরার মুখে জাহিদ ব্যবসায় প্রশাসন বিভাগের এক শিক্ষকের জন্য এটি নিয়ে এসেছেন বলে স্বীকার করেন। এরপর তাদের জালালাবাদ থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ঘটনার বিষয়ে অভিযুক্ত শিক্ষকের বক্তব্য জানতে একাধিক ফোন দিলেও ফোন রিসিভ হয়নি।