চোরের দলের কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও দেশের জন্য কিছু করার সুযোগ পাননি বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, শেখ হাসিনা সেই চোরের দল পেয়েছেন। চোরের দলের স্বভাব বদলায় নাই। তাদের নিয়ে দেশ চালালে সুশাসন প্রতিষ্ঠা করা যাবে না।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর পররাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, আমেরিকাতে যদি বাংলাদেশের চাইতে বেশি বিচার-বহির্ভূত হত্যা হয় তাহলে আপনারা কেন আমেরিকাকে নিষেধাজ্ঞা দিচ্ছেন না।
লবিস্ট নিয়োগের বিষয়ে এই সিনিয়র নেতা বলেন, বিএনপির লবিস্ট নিয়োগ করার দরকার নাই। বাংলাদেশের ১৬-১৭ কোটি মানুষই বিএনপির লবিস্ট।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ঢাকা দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, ঢাকা উত্তরের আহবায়ক আমান উল্লাহ আমান, ঢাকা উত্তরের সদস্য সচিব আমিনুল হক, ঢাকা দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু।