fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িঅন্যান্যপ্রতারনাঃ রাজধানীতে তিন ক্যামেরুনের নাগরিক গ্রেপ্তার

প্রতারনাঃ রাজধানীতে তিন ক্যামেরুনের নাগরিক গ্রেপ্তার

গতকাল বুধবার সকালে রাজধানীর ধানমণ্ডি ও বারিধারা এলাকায় অভিযান চালিয়ে টাকাকে ডলারে রূপান্তরের নামে অভিনব প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের তিন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে টাকা রূপান্তরের কথিত মেশিনসহ প্রতারণার সরঞ্জাম উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো চিকামেন রড্রিগো (৩১), ডংমেজা এন গুগনি (৩২) ও আলেকজেন্ডার মাফেজা (৪৮)। তারা সবাই ক্যামেরুনের নাগরিক।

গতকাল দুপুরে এক সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়, চক্রটি অভিজাত এলাকায় বাসা ভাড়া নিয়ে প্রথম শ্রেণির ব্যবসায়ীদের টার্গেট করে সখ্য গড়ে তোলে। পরে সেই ব্যবসায়ীদের অফিসে গিয়ে নিজেদের ক্যামেরুনের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক বা অংশীদার হিসেবে পরিচয় দেয়। একপর্যায়ে টার্গেট করা ব্যবসায়ীরা তাদের ফাঁদে পা দিয়ে ব্যবসা করতে রাজি হলে তাঁদের সঙ্গে ব্যবসার চুক্তি করে এই প্রতারণা করে। ভুক্তভোগীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments