fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িআন্তর্জাতিকপরের জন্মে যেন আর লতা না হইঃ লতা মঙ্গেশকর!

পরের জন্মে যেন আর লতা না হইঃ লতা মঙ্গেশকর!

নিজেকে আড়ালে রাখতে খুব কম মানুষের কাছেই মুখ খুলতেন লতা মঙ্গেশকর। তার মধ্যে জাভেদ আখতারকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের শেষ ইচ্ছা জানিয়েছিলেন ভারতীয় উপমহাদেশের এই সুরসম্রাজ্ঞী।

জাভেদ আখতার জানতে চেয়েছিলেন, ”পরের জন্মে কী হতে চান লতা? বিষণ্ণ হাসি হেসে কিংবদন্তি গায়িকা বলেছিলেন, ‘‘আর যেন জন্মাতে না হয়! যদি জন্মাতেই হয়, তাহলে অন্য কিছু হব। লতা মঙ্গেশকর হয়ে যেন আর না জন্মাই।’’

লতা-জাভেদের সেই সাক্ষাৎকার ভিডিও কিংবদন্তি গায়িকার মৃত্যুর পর ভাইরাল হয়েছে। হাসিমুখ এই গায়িকার কণ্ঠে ঝরেছে কেবল আক্ষেপ। তাঁর দাবি,’লতা মঙ্গেশকর হতে গিয়ে বা হওয়ার পরে আমায় যে কী পরিমাণ কষ্ট সহ্য করতে হয়েছে, সে শুধু আমিই জানি।’

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments