প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “সিটি করপোরেশনের ময়লার গাড়ি চালকের কারণে সম্প্রতি যে সড়ক দুর্ঘটনার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেরকম যেন আর না হয়। সাবধান হয়ে যান। নতুন আধুনিক যেসব যানবাহন কিনবেন সেগুলোতে দক্ষ চালক নিন। তাদের প্রশিক্ষণ দিন।”
সভায় ৩৩৩ কোটি ৩২ লাখ টাকা ব্যয়ে ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অধিভুক্ত এলাকায় বর্জ্য অপসারণ ও ব্যবস্থাপনা, সড়ক মেরামতে ব্যবহৃত আধুনিক যান-যন্ত্রপাতি সংগ্রহ এবং মেকানাইজড পার্কিং স্থাপনের মাধ্যমে যানজট নিরসন প্রকল্প অনুমোদন দেওয়া হয়। প্রকল্পটি অনুমোদনের সময় প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন।
প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী সিটি করপোরেশনের বর্জ্য শোধনাগার লোকালয়ের বাইরে স্থাপন করার নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে তিনি সিটি করপোরেশনের বর্জ্যবাহী গাড়িগুলোতে দক্ষ চালক নিয়োগের নির্দেশনা দেন।
মঙ্গলবার ‘জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এমন নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে অনুষ্ঠিত ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এসব তথ্য জানান।’
প্রধানমন্ত্রী বর্জ্য ব্যবস্থাপনার বিষয়টি লোকালয়ের বাইরে করতে নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে আধুনিক প্রযুক্তির ব্যবহার করতে বলেছেন তিনি। এছাড়া প্রকল্প বাস্তবায়ন দ্রুত করারও নির্দেশ দিয়েছেন তিনি।