একটি মালবাহী রেলগাড়ি এগিয়ে আসছে, তা দেখে আরও কয়েকজনের সঙ্গে অপেক্ষা করার জন্য দাঁড়ান কাঠমিস্ত্রি মোহাম্মদ মেহবুব। দাঁড়ানোর পরপরই মেহবুব (৩৭) আতঙ্কিত হয়ে দেখেন, বাবা-মায়ের সঙ্গে দাঁড়িয়ে থাকা একটি মেয়ে হঠাৎ লাইনের ওপর পড়ে গেছে।
মালবাহী ট্রেনটি মেযেটির দিকে এগিয়ে আসার সময় স্তম্ভিত হওয়ার মতো আরও একটি ঘটনা ঘটল। নিজের জীবনের তোয়াক্কা না করে মেহবুব উঁঠে দাঁড়ানোর চেষ্টারত মেয়ের দিকে দৌঁড়ে গেলেন। হাতে আর সময় নেই বুঝতে পেরে মেয়েটির দিকে ঝাঁপ দিলেন তিনি।
তারপর হামাগুড়ি দিয়ে মেয়েটির কাছে গিয়ে তাকে ট্রেনের দুই লাইনের মাঝে টেনে আনলেন। নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক মেহবুব মেয়েটির মাথা নিচের দিকে চেপে ধরে রাখলেন আর ট্রেনটি তাদের ওপর দিয়ে চলে গেলেও অক্ষত রইলেন তারা।
গত ৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ভুপাল শহরের বারখেদি এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনার একটি ভিডিও এখন ভাইরাল হয়েছে। বীরত্বপূর্ণ এই উদ্ধারের ঘটনা ভিডিও করেছিলেন সেখানে থাকা কয়েকজন।