সচেতন বার্তা, ২৬ জুলাই:রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। বুধবার পর্যন্ত রোগীর সংখ্যা ১০ জন থাকলেও শুক্রবার তা বৃদ্ধি পেয়ে ২৬ জন হয়েছে।
এদের মধ্যে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন এক পুলিশ কনস্টেবল। তার নাম আতিক হাসান (২৫)। আতিকের বাড়ি জয়পুরহাট জেলার তিলেবপুর ইউনিয়নের কয়াসসোবলা গ্রামে।
বুধবার দুপুর ১২টা থেকে তাকে রামেকের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) তে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
পরিবারের সদস্যরা জানান, আতিক বগুড়া পুলিশ লাইনে কনস্টেবল পদে কর্মরত। তবে ২ মাসের জন্য বিশেষ প্রশিক্ষণে পাবনায় কর্মরত আছেন। সম্প্রতি তিনি ৫ দিনের জন্য ঢাকায় বিশেষ দায়িত্ব পালনে গিয়েছিলেন। সেখানেই ডেঙ্গুতে আক্রান্ত হন।
রামেক হাসপাতালের উপ-পরিচালক ড. সাইফুল ইসলাম জানান, শুক্রবার সকাল পর্যন্ত ২৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এদের মধ্যে একজন নারী ও একজন শিশু আছে। তবে তারা কেউই রাজশাহীতে আক্রান্ত হননি।