fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িসারাদেশঅপরাধযশোরে যুবককে কুপিয়ে হত্যা

যশোরে যুবককে কুপিয়ে হত্যা

যশোর শহরের শংকরপুর এলাকায় ইয়াসিন আরাফাত (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ইয়াসিন একই এলাকার মনিরুজ্জামানের ছেলে।

এলাকাবাসীদের সূত্রে জানা গেছে নিহত যুবক ইয়াসিন যুবলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন।

এলাকাবাসী ও ইয়াসিনের স্বজনরা জানান, “বুধবার সন্ধ্যার পর শংকরপুর এলাকার ব্রাদার্স ক্লাবে ছিলেন ইয়াসিন। এসময় সেখানে কয়েকজন দুর্বৃত্ত গিয়ে ধারালো অস্ত্র দিয়ে ইয়াসিনকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ইয়াসিনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার রাত ৮টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।”

হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার সালাহউদ্দিন বাবু জানান, হাসপাতালে আনার আগেই ইয়াসিনের মৃত্যু হয়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) তাসকিন আলম জানান, হত্যাকাণ্ডের সাথে জড়িতদের ধরতে তদন্ত ও অভিযান শুরু হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments