নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম (এবিটি) ও আল্লাহর দলের চারজনকে গ্রেফতার করার কথা জানিয়েছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বগুড়া ও বাগেরহাট থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের মধ্যে সাহাবুদ্দিন সাবু (২২), আসামাউল হোসেন (৩৩) ও আব্দুর রাজ্জাক (৪০) আল্লাহর দলের সদস্য। আর শফিকুল ইসলাম (২৬) এবিটির সদস্য বলে জানা গেছে।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে মোবাইল ফোন, লিফলেট, ডায়েরি, বই, সাংগঠনিক কাজে অর্থ ব্যয়ের হিসাবের তালিকা উদ্ধার করার কথা জানিয়েছে এটিইউ।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) এটিইউয়ের মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস শাখার পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান এ তথ্য জানান।
আসলাম খান বলেন, আল্লাহর দলের তিনজন ওই সংগঠনের মতিন মেহেদী ওরফে মতিনুল ইসলামের মতাদর্শের অনুসারী। অন্যদিকে শফিকুল এবিটি প্রধান জসীমুদ্দিন রাহমানীর অনুসারী।
তিনি আরও জানান, গ্রেফতারদের মধ্যে একজন আল্লাহর দলের সাবু সংগঠনের বগুড়া জেলা প্রতিনিধি ও অন্য দুইজন জেলার নায়েক পদে রয়েছেন। আল্লাহর দলের সদস্যরা দেশের প্রচলিত শাসন ব্যবস্থার পরিবর্তে ইসলামী শাসন প্রতিষ্ঠা করার লক্ষ্যে রাষ্ট্রীয় ও প্রজাতন্ত্রের সম্পত্তির ক্ষয়ক্ষতির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল।
আর শফিকুল কথিত ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য মানুষকে সশস্ত্র যুদ্ধে উদ্বুদ্ধ করতেন এবং উগ্রবাদী কন্টেন্ট ও ভিডিও শেয়ার করে আসছিলেন বলে এটিইউর ভাষ্য।
গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান এটিইউয়ের এই কর্মকর্তা।