fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িজাতীয়আইন আদালতটেন্ডারবাজি মামলায় যুবলীগ নেতাসহ ৫ জন কারাগারে

টেন্ডারবাজি মামলায় যুবলীগ নেতাসহ ৫ জন কারাগারে

সুনামগঞ্জ সদর হাসপাতালের সাড়ে তিনকোটি টাকার জিনিসপত্র (এমএসআর) ক্রয় দরপত্রের সিডিউল ছিনতাই ঘটনার মামলায় সদর উপজেলা যুবলীগের সভাপতি এহসান আহমদ উজ্জ্বলসহ পাঁচজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সুনামগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দুর রহিম এ আদেশ দেন।

অন্যান্যরা হলেন- যুবলীগ নেতা সানিয়ান তাজুল, রিগান আহমদ, শহরতলির মাইজবাড়ির বাসিন্দা হাফিজুর রহমান লিটন ও রাজবাড়ির পাংশা উপজেলার শাওন আহমদ।

সুনামগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. বদরুল আলম তালুকদার সচেতন বার্তাকে জানান, দুপুরে গ্রেফতার পাঁচ আসামিকে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির ক্রা হয়। এসময় আসামি পক্ষের আইনজীবী তাদের জামিন চাইলে আদালত জামিন না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে বুধবার সকালে সুনামগঞ্জ সদর হাসপাতালের সাড়ে সাড়ে তিনকোটি টাকার জিনিসপত্র (এমএসআর) ক্রয় দরপত্রের সিডিউল জমা দিতে বাধা ও সিডিউল ছিনতাইয়ের ঘটনা ঘটে।

এই ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার চার জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০-২৫ জনের বিরুদ্ধে এই মামলা হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments