fbpx
শুক্রবার, ডিসেম্বর ১৩, ২০২৪
বাড়িআন্তর্জাতিকবাইডেনকে ‘ঢোলের মতো বাজাচ্ছেন’ পুতিন

বাইডেনকে ‘ঢোলের মতো বাজাচ্ছেন’ পুতিন

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘গত বছর আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার দেখার পরেই ইউক্রেনকে নির্মমভাবে আক্রমণ করার সিদ্ধান্ত নিয়েছিল। তিনি দাবি করেছেন, রুশ নেতা পুতিন ‘ঢোলের মতো বাইডেনকে বাজাচ্ছেন’।

ট্রাম্প আরও বলেন, বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ‘স্মার্ট’ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ‘নির্বোধের মতো’ আচরণ করছেন। একইসঙ্গে তিনি এও দাবি করেছেন, ইউক্রেনে রাশিয়ার সংঘাত তার শাসনামলে ঘটতো না।

আরও পড়ুনঃ আমেরিকার ‘দুর্বলতা’ বুঝে গেছে পুতিন

শনিবার (২৬ ফেব্রুয়ারি) কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে (সিপিএসি) বক্তব্যে ট্রাম্প এসব মন্তব্য করেন। সমর্থকদের উদ্দেশে ট্রাম্প বলেন, “তিনি একুশ শতকের একমাত্র মার্কিন প্রেসিডেন্ট; যিনি রাশিয়ার সামরিক পদক্ষেপের তদারকি করেননি। আমরা একটি স্মার্ট দেশ ছিলাম। এখন আমরা একটি নির্বোধ দেশ হয়েছি। তিনি বলেছেন, আমি ক্ষমতায় থাকতে রাশিয়া আমেরিকাকে সম্মান করত। কিন্তু জো বাইডেনকে এখন ‘দুর্বল’ হিসেবে গণ্য করছে।”

এদিকে ইউক্রেনে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। ইতোমধ্যে দেশ ছেড়েছেন ১ লাখ ২০ হাজারের বেশি মানুষ। বেশিরভাগ আশ্রয় নিয়েছেন পাশের দেশ পোল্যান্ডে। অনেকে এখনো নিরাপদ আশ্রয়ের খোঁজে পায়ে হেঁটে চলেছেন সীমান্তের দিকে। সবশেষ ৪ ঘণ্টায় সীমান্ত পার হয়েছেন ১৫ হাজারের বেশি মানুষ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments