fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িঢাকামাদারীপুরমাদারীপুরে চাঁদা না পেয়ে ইউপি সদস্যের নেতৃত্বে হামলায় আহত ৫

মাদারীপুরে চাঁদা না পেয়ে ইউপি সদস্যের নেতৃত্বে হামলায় আহত ৫

মাদারীপুরে সড়ক সংস্কারকাজে চাঁদা না পেয়ে হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর ও পাঁচ শ্রমিককে আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য ও তার সমর্থকদের বিরুদ্ধে। ঘটনার পর মাদারীপুর-শিবচর সড়কের সংস্কারকাজ বন্ধ রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ছাড়া আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাদারীপুর-শিবচর সড়কের সাড়ে ১৩ কিলোমিটার অংশের সংস্কারকাজ পান ওটিবিএল নামে বরিশালের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

রোববার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার আঙুলকাটা এলাকায় প্রতিষ্ঠানের লোকজন সংস্কারকাজ করতে গেলে আড়াই লাখ টাকা চাঁদা দাবি করেন ছিলারচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সোহেল সলাকার।

ঠিকাদারি প্রতিষ্ঠান চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সোহেলের সমর্থকরা লাঠিসোঁটা নিয়ে শ্রমিকদের ওপর হামলা চালায় এবং ভাঙচুর করা হয় বেশ কয়েকটি গাড়ি। এতে আহত হন অন্তত পাঁচজন। তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হামলার পর আতঙ্ক ছড়িয়ে পড়ায় সংস্কারকাজ বন্ধ রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন বরিশাল ওটিবিএল এর ইঞ্জিনিয়ার এমদাদুল হক। 
মাদারীপুর সদর আঙুলকাটা পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. নাসির উদ্দিন এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।
অভিযুক্ত ইউপি সদস্য সোহেল সলাকারের সঙ্গে যোগাযোগ করা হলে মোবাইল ফোনে তিনি বিষয়টি অস্বীকার করেন। 
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments