রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৭২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। এসময় তাদের কাছ থেকে ৬৮৫৭ পিস ইয়াবা, ৫১ গ্রাম হেরোইন ও ১১১ কেজি ১৫৬ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) থেকে মঙ্গলবার (১ মার্চ) ভোর ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪২টি মামলা হয়েছে।