রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক সড়কে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ধুলুমণি চাকমা (৩০) নামে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
শুক্রবার সকাল ৯টার দিকে সাজেকের মাচালং এলাকায় একটি মালবাহী ট্রাক (চট্র-মেট্রো-১১-৯৮১১) বাঘাইহাট থেকে সাজেক যাওয়ার পথে মাসালং বাজার ব্রিজ পাড় হয়ে টার্নিং ওঠার সময় বিপরীতগামী একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হলে মোটরসাইকেলচালক ঘটনাস্থলে মারা যান।
এ বিষয়ে সাজেক থানার অফিসার ইন চার্জ (ওসি) নুরুল হক জানান, ঘটনার পর পর ট্রাক চালক পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে এবং ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসে বলেও জানান তিনি।