রাজবাড়ীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় রাজবাড়ী জেলা আওয়ামী লীগের আয়োজনে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
এ উপলক্ষে রাজবাড়ীর বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক আবু কায়সার খান। এরপর জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করেন পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান।
আলোচনা সভা শেষে দুপুরে রাজবাড়ী জেলা স্কুল প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা রাজবাড়ী শহর প্রদক্ষিণ করে। র্যালিতে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম নেতৃত্ব দেন।
র্যালিতে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপুসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। র্যালি শেষে রাজবাড়ীর শহীদ স্মৃতি চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়।