শুক্রবার (১৮ মার্চ) রাজধানী কিয়েভে এ ঘটনা ঘটে। এক বিবৃতির মাধ্যমে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে ওকসানার নিজ দল ‘ইয়ং থিয়েটার’।
বিবৃতিতে তারা জানান, ঘটনার সময় একটি আবাসিক ভবনেই অবস্থান করছিলেন অভিনেত্রী ওকসানা শভেটস। সেখানে রাশিয়ার সেনারা রকেট হামলা চালালে ইউক্রেনীয় এ অভিনয়শিল্পী মারা যান।
জানা গেছে, ‘ওকসানার বয়স হয়েছিল ৬৭ বছর। কিছু দিন আগে শিল্পীদের জন্য ইউক্রেনের সর্বোচ্চ সম্মান ‘ওনার্ড আর্টিস্ট অব ইউক্রেন’ পেয়েছিলেন তিনি।’
উল্লেখ্য, ইউক্রেন প্রশাসন অভিযোগ করে আসছে, এবার আর সেনা নয়, ইচ্ছাকৃত এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে দেশটির নাগরিকদের উপর হামলা করছে পুতিনের সেনাবাহিনী। এর আগেও কিয়েভ-সহ ইউক্রেনের একাধিক শহরে দোকান-বাজার, বাড়ি, স্কুল ও হাসপাতালের ওপর রুশ ক্ষেপণাস্ত্র হানার অভিযোগ উঠেছে। তাতে প্রাণও হারিয়েছেন সাধারণ মানুষ।
যদিও রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, শুধুমাত্র ইউক্রেনের সেনা ছাউনিকে লক্ষ্য করেই বিশেষ অভিযান চালাচ্ছে তারা।
প্রসঙ্গত, সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়। এরই মধ্যে শুক্রবার ২৩তম দিনে গড়িয়েছে অভিযান। বিগত ২২ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী।
এ অবস্থায় ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে পশ্চিমা দেশগুলো। অস্ত্র সহায়তা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র, জার্মানসহ বেশ কয়েকটি দেশ। এবার এরই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্র ইউক্রেনকে শতাধিক কিলার ড্রোন দেবে বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
নাম প্রকাশ না করার শর্তে মার্কিন সামরিক বাহিনীর একটি সূত্র বিবিসিকে জানায়, ইউক্রেনকে ‘সুইচব্লেড থ্রি হান্ড্রেড’ নামের ১০০টি অস্ত্র দেওয়ার কথা জানিয়েছে বাইডেন প্রশাসন। এগুলো কিলার ড্রোন নামেই পরিচিত। মার্কিন কর্মকর্তাদের দাবি, শক্রপক্ষকে শনাক্ত করে তাদের ওপর নিখুঁতভাবে হামলা চালাতে সক্ষম এই ড্রোন।