খুলনায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে খুলনা মহানগরীর খানজাহান আলী থানার তেতুলতলা রেলক্রসিংয়ের পাশে একটি গ্যারেজে এ ঘটনা ঘটে।
তবে এই ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।
জানা গেছে, রাতে কামরুল নামের এক ব্যক্তির গ্যারেজের সামনে দিয়ে যাচ্ছিলেন ওই দম্পতি। এ সময় ৪-৫ জন লোক জোরপূর্বক তাদের তুলে গ্যারেজের মধ্যে নিয়ে যায়। পরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ করে।
খানজাহান আলী থানার অফিসার ইন চার্জ (ওসি) প্রবীর কুমার বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ভিকটিমকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। শনিবার তার ডাক্তারি পরীক্ষা হতে পারে।