ইউক্রেনে সেনা অভিযান সংক্রান্ত বিষয়ে মতবিরোধের জেরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের টেকসই উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী আনাতোলি চুবাইস পদত্যাগ করেছেন।
বুধবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই অর্থনীতিবিদ ও জ্যেষ্ঠ কর্মকর্তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।
সেনা অভিযানের এক মাসের মাথায় ক্রেমলিনের সাথে সম্পর্ক ছিন্নকারী প্রথম সিনিয়র কর্মকর্তা চুবাইস। একই সাথে তিনি রাশিয়াও ছেড়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
খবরে বলা হয়েছে, ইউক্রেনে রাশিয়ার আক্রমণের বিরোধিতার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছেন চুবাইস। তবে তিনি এখন কোন দেশে অবস্থান করছেন, সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি কেউ।
প্রসঙ্গত, ৯০ এর দশকে প্রেসিডেন্ট বরিস ইয়েলতসিনের সময় আমূল অর্থনৈতিক সংস্কার বাস্তবায়ন ভূমিকা রাখার কারণে রাশিয়ায় বিতর্কিত ছিলেন চুবাইস। পরে পুতিনের অধীনে বড় বড় রাষ্ট্রীয় ব্যবসা পরিচালনা এবং রাজনৈতিক দায়িত্ব পালন করেন চুবাইস।
সম্প্রতি তিনি আন্তর্জাতিক সংস্থাগুলোতে ক্রেমলিনের বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।