ইউক্রেনকে আরও সামরিক সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
‘যুক্তরাষ্ট্রের মতো অন্য কোনো দেশ আমাদের এত বেশি সহযোগিতা করছে না। এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ মন্তব্য করে দিমিত্র কুলেবা বলেন, ‘ইউক্রেনীয় মনোবল এবং পশ্চিমাদের অস্ত্র, বিশেষ করে বেশির ভাগ মার্কিন অস্ত্র যুদ্ধক্ষেত্রে আমাদের সাফল্যের উপায় হিসেবে ব্যবহৃত হচ্ছে।’
তবে ইউক্রেনীয় পররাষ্ট্রমন্ত্রী এ সামরিক সহায়তার ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি। তবে তিনি বলেন, ‘কীভাবে আমাদের প্রতিরক্ষা সহযোগিতা আরও বিকশিত হবে, সে ব্যাপারে আজ আমরা যুক্তরাষ্ট্রের কাছ থেকে অতিরিক্ত প্রতিশ্রুতি পেয়েছি।’
প্রসঙ্গত, এর আগে গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান চালালে তার দুদিন পরই বাইডেন প্রশাসনের এক উচ্চপদস্থ কর্মকর্তা দেশটিকে ৩৫ কোটি ডলারের সামরিক সহায়তা দেওয়া হবে বলে জানায়। এ ছাড়া গত ১৩ মার্চ আবারও বাইডেন প্রশাসন দেশটিকে ২০ কোটি ডলার সামরিক সহায়তা দেওয়া হবে বলে জানায়।