বাম গণতান্ত্রিক জোটের ডাকা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আগামীকাল সোমবারের অর্ধ দিবস হরতালের সমর্থনে বরিশালে বিক্ষোভ সমাবেশ এবং মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা সাড়ে ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এ উপলক্ষে এক সমাবেশের আয়োজন করে জেলা বাম গণতান্ত্রিক জোট।
জোটের জেলা সমন্বয়কারী অধ্যাপক দুলাল মজুমদারের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ইউনাইটেড কমিউনিস্ট লীগ জেলা শাখার আহ্বায়ক অধ্যাপক জলিলুর রহমান, অধ্যাপক নৃপেন্দ নাথ বাড়ৈ, জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক একে আজাদ, জেলা গণসংহতি আন্দোলনের আহ্বায়ক দেওয়ান আব্দুর রশিদ নিলু, জেলা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আহ্বায়ক হারুন অর-রশিদ মাহমুদ এবং জেলা বাসদ সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণের দাবিতে অর্ধ দিবস হরতাল আহ্বান করা হয়েছে।
সোমবারের অর্ধ দিবস হরতাল সফল করতে বক্তারা সকলের প্রতি আহ্বান জানান। সমাবেশ শেষে একই দাবিতে অশ্বিনী কুমার হলের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।