দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে খুলনায় হরতালের সমর্থনে বাম জোট মিছিলের প্রস্তুতিকালে সেখান থেকে ৬ জনকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৮ মার্চ) সাড়ে ৭টার দিকে নগরীর গোলকমনি শিশু পার্ক ও ডায়াবেটিক হাসপাতালের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। আটকরা এ সময় হরতালের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন।
এদিকে হরতাল চলাকালে নগরীর পিটিআই মোড়, রূপসা, ময়লাপোতা, পিকচার প্যালেস মোড়, শিববাড়ি মোড় এলাকায় পুলিশি টহল দেখা যায়। একইসঙ্গে র্যাবের একাধিক টিমকে টহল দিতে দেখা যায়।