fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িসারাদেশরাজধানীআজ রাতেই ফিরছেন স্বাস্থ্যমন্ত্রী

আজ রাতেই ফিরছেন স্বাস্থ্যমন্ত্রী

স্বেচ্ছায় সাত দিনের ছুটি বাতিল করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। আজ (বুধবার) রাতেই ফিরছেন বলে নির্ভরযোগ্য সূত্রে জানা যায়। দেশে ডেঙ্গুজ্বর ভয়াবহ আকার ধারণ ও বন্যা পরিস্থিতির অবনতির এই সময়ে ছুটি নিয়ে সপরিবারে মালয়েশিয়া যাওয়ায় দেশ জুড়ে তীব্র সমালোচনা শুরু হয়।

এই তীব্র সমালোচনার মুখে শেষ পর্যন্ত বুধবার (৩১ জুলাই) দেশে ফিরে বৃহস্পতিবার (১ আগস্ট) মন্ত্রণালয়ের নিয়মিত কার্যক্রমে অংশগ্রহণ বা অফিস শুরু করবেন তিনি।

এর আগে সোমবার (৩০ জুলাই) মন্ত্রণালয়ের এক ঘোষণায় ডেঙ্গু ও বন্যাজনিত কারণে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। এসময় মন্ত্রীর অবকাশের ছুটি মূলত সমালোচনার প্রধান কারণ। তাছাড়া জানা যায় আগামী ৪ আগস্ট মন্ত্রীর দেশে ফেরার কথা ছিল।

মন্ত্রণালয় সূত্রে জানা যায়, গত শনিবার সাত দিনের ছুটি নিয়ে জাহিদ মালেক সপরিবারে মালয়েশিয়া গেছেন প্রমোদভ্রমণে। কিন্তু সপ্তাহ ঘুরতে না ঘুরতেই প্রবল সমালোচনার মুখে সে ছুটি বাতিল করে তাকে ফিরে আসতে হচ্ছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় মিটফোর্ড হাসপাতালে ১০০ শয্যার ডেঙ্গু ওয়ার্ড উদ্বোধন করবেন এবং দুপুর ২টায় মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘ডেঙ্গু প্রকোপ: বর্তমান পরিস্থিতি ও চিকিৎসাব্যবস্থা সংক্রান্ত’ বিষয়ে সবশেষ পরিস্থিতি নিয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে (কক্ষ নম্বর-৩৩২, ভবন নম্বর-৩, ৪র্থ তলা, বাংলাদেশ সচিবালয়) সংবাদ সম্মেলনে অংশ নেবেন।

এ বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান জানান, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে মন্ত্রী দুপুরে মালয়েশিয়া থেকে রওয়ানা দেবেন এবং কাল অফিস করবেন। তার ছুটি তিনি নিজেই বাতিল করে কাজে যোগ দিচ্ছেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments