fbpx
শুক্রবার, ডিসেম্বর ১৩, ২০২৪
বাড়িবিনোদননায়িকা ঋতুপর্ণাকে বিমানে উঠতে দেয়নি ভারতীয় বিমান সংস্থা

নায়িকা ঋতুপর্ণাকে বিমানে উঠতে দেয়নি ভারতীয় বিমান সংস্থা

টলিউডের প্রথম সারির নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্তের গন্তব্য ছিল ভোরের বিমানে করে আমদাবাদ। বোর্ডিংয়ের সময় ভোর ৪.৫৫ মিনিট। তিনি পৌঁছেছেন ৫.১২ মিনিটে।

এরপর টানা ৪০ মিনিট ধরে অনুরোধ, উপরোধ। তারপরও তাকে বিমানে উঠতে দিল না ভারতের প্রথম সারির একটি বিমান সংস্থা! আমদাবাদে দিন-রাতের শ্যুট করার জন্যই ছিল তার এই যাত্রা। পুরোটাই মাঠে মারা গেল বিমান কর্তৃপক্ষের গাফিলতিতে! এমনই অভিযোগ নায়িকার।

কি ঘটেছে পর্দার ‘পারমিতা’র সঙ্গে? ঋতুপর্ণা জানিয়েছেন, আমদাবাদের বিমান ধরার জন্য যাত্রীদের গেট নং ১৯-এ বোর্ডিংয়ের সময় ভোর ৪.৫৫ দেওয়া হয়েছিল। তিনি পৌঁছান ৫.১০ থেকে ৫.১২ মিনিটের মধ্যে।

সঙ্গে সঙ্গে তাকে জানানো হয়, বোর্ডিং গেট অনেক ক্ষণ আগেই বন্ধ হয়ে গেছে! তাকে দেখতে না পেয়ে নির্দিষ্ট সময়ে নাকি তার নাম ঘোষণাও করেছেন কর্তৃপক্ষ। ফোনেও যোগাযোগ করা হয়েছে।

কিন্তু নায়িকার দাবি, তাঁর সমস্যা কেউ বুঝতেই চাননি! বিমান ধরতে না পারার কষ্টে কেঁদেও ফেলেন অভিনেত্রী। তবু কোনও হেলদোল দেখা যায়নি কর্মীদের।

খবর আনন্দবাজার অনলাইন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments