fbpx
শুক্রবার, ডিসেম্বর ১৩, ২০২৪
বাড়িআন্তর্জাতিকপুতিনের উপদেষ্টারা সত্য বলতে ভয় পান : যুক্তরাষ্ট্র

পুতিনের উপদেষ্টারা সত্য বলতে ভয় পান : যুক্তরাষ্ট্র

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন(Vladimir Putin) তার সিনিয়র উপদেষ্টাদের মাধ্যমে বিভ্রান্ত হয়েছেন বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। ইউক্রেন(Ukraine) যুদ্ধে রাশিয়ার সেনাদের চরম ব্যর্থতার কথাও উপদেষ্টারা পুতিনকে(Putin) জানাতে ভয় পাচ্ছেন। একই সঙ্গে তাকে পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রুশ অর্থনীতির ওপর বিরূপ প্রভাব সম্পর্কেও অবগত করা হচ্ছে না।

রাশিয়া গত ২৪ ফেব্রুয়ারি তার প্রতিবেশী দেশটিতে হামলা শুরু করার পর অনেক ফ্রন্টে ইউক্রেনীয় বাহিনীর কঠোর প্রতিরোধের মুখে পড়েছে এবং অনেক এলাকা তারা পুনর্দখল করতে সক্ষম হয়েছে।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসি(BBC) বৃহস্পতিবার(৩১ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

এদিকে ব্রিটিশ গোয়েন্দারা দাবি করেছে, ইউক্রেনে যুদ্ধরত রাশিয়ান সেনারা হতাশ। তারা সরঞ্জামের অভাব এবং কমান্ডারদের নির্দেশ পালন করতে অস্বীকার করছে।

হোয়াইট হাউসের মুখপাত্র কেট বেডিংফিল্ড(Kate Bedingfield) দাবি করেছেন, ভ্লাদিমির পুতিন সামরিক বাহিনীর দ্বারা বিভ্রান্ত হয়েছেন। ফলে পুতিন ও তার সামরিক নেতৃত্বের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

তিনি আরও বলেন, ইউক্রেনে সেনা অভিযান পরিচালনা করা রাশিয়ার জন্য কৌশলগত ভুল এবং একই সাথে এটি দেশটিকে দীর্ঘমেয়াদে দুর্বল করেছে। পাশাপাশি রাশিয়া দিন দিন বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে।

অন্যদিকে, ইউক্রেনের সেনারা চেরনিহিভ ও কিয়েভের আশপাশের কিছু এলাকা রুশ সেনাদের থেকে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments