fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িঘটনা-দুর্ঘটনাসিলেটে আওয়ামীলীগের দুই অঙ্গ সংগঠনের মধ্যে সংঘর্ষ

সিলেটে আওয়ামীলীগের দুই অঙ্গ সংগঠনের মধ্যে সংঘর্ষ

আধিপত্য বিস্তার নিয়ে সিলেটে স্বেচ্ছাসেবকলীগ-ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষে পথচারীসহ চারজন আহত হয়েছেন। বুধবার রাতে নগরীর আখালিয়া নয়াপাড়া এলাকায় এ সংঘর্ষ হয়।

স্থানীয় সূত্র জানায়, স্বেচ্ছাসেবকলীগ নেতা সুজেল তালুকদার ও ছাত্রলীগ নেতা সুমন অনুসারীরা আধিপত্য নিয়ে সংঘর্ষে জড়ায়। এসময় উভয়পক্ষের মধ্যে ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল ছোঁড়াছুড়িও হয়। এসময় সেখান কয়েক রাউন্ড গুলির শব্দও শোনা যায় বলে জানিয়েছেন স্থানীয়রা। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- সুজেল অনুসারী জুনেদ আহমদ (২৯), সুমন অনুসারী মারুফ আহমদ (১৮) ও পথচারী রাকিব আহমদ (২০)। তবে অন্য একজনের নাম জানা যায়নি।

মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা জানান, “আধিপত্য নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ খবর পেয়ে সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments