fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িরাজশাহীনাটোরনারীদের সমান অংশগ্রহণ ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়

নারীদের সমান অংশগ্রহণ ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়

নারীদের সমান অংশগ্রহণ ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন শেখ হাসিনার সরকার দেশের উন্নয়ন নিশ্চিত করতে নারীর মর্যাদা ও ক্ষমতায়নে অগ্রগামী ভূমিকা পালন করছে। আর নারীদের অংশগ্রহণ আছে বলেই দেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে।

শুক্রবার দুপুরে সিংড়া গোল-ই-আফরোজ সরকারি অনার্স কলেজ মাঠে অনুষ্ঠিত উপজেলা, পৌর মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে পলক এসব কথা বলেন।

উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজীর সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন মহিলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাফিয়া খাতুন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক শিরীন রুখসানা।

ত্রি-বার্ষিক সম্মেলনে বক্তব্য রাখেন, মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি কহিনুর খান, নাটোর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রত্না আহমেদ এমপি, সাধারণ সম্পাদক বিউটি আহমেদ, সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শেখ ওহিদুর রহমান প্রমুখ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments