জাতীয় প্রেস ক্লাবের সামনে কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির প্রতীকী অনশন। ইতোমধ্যেই নগরীর বিভিন্ন প্রান্ত থেকে দলটির নেতাকর্মীরা প্রেস ক্লাবের সামনে জড়ো হওয়া শুরু করেছেন।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ও উত্তর বিএনপি এই কর্মসূচির আয়োজন করেছে। শনিবার (২ এপ্রিল) আয়োজিত এ প্রতীকী অনশনে সভাপতিত্ব করবেন ঢাকা দক্ষিণ বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারী জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে প্রতীকী অনশনের প্রস্তুতি চলছে।
অনশনে বিএনপির জাতীয় নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।
শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এই অনশন কর্মসূচি চলবে বলেও জানান আব্দুস সাত্তার পাটোয়ারী।