fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িরাজশাহীগোদাগাড়ীরাজশাহীতে ট্রাক ও মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

রাজশাহীতে ট্রাক ও মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় মালবাহী ট্রাক ও মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল দুই আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার মেডিকেল মোড়ে সামনে রাজশাহী- চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদরের বিদিরপুর গ্রামের মৃত সবুর খানের ছেলে সামাদ (৪০) ও একই গ্রামের আলম (৩৫)।

জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টার দিকে দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আশা দ্রুত গতির একটি ট্রাক রাজশাহীর দিকে যাচ্ছিলো। অপরদিক থেকে আসা দুজন আরোহী সহ মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংষর্ষ হলে মোটরসাইকেল আরোহী দুজন রাস্তায় ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই মারা যায় আলম। আহত অবস্থায় সামাদকে গোদাগাড়ী ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে গোদাগাড়ী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষনা করেন। ঘটনা স্থল থেকে ট্রাক টি দ্রুত পালিয়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘাতক ট্রাকটি আটক করতে যায়নি।

এই বিষয়ে গোদাগাড়ী থানার এসআই আব্দুল মান্নান জানান, লাশ গোদাগাড়ী মডেল থানায় নিয়ে যাওয়া হয়েছে, ময়না তদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে।

গোদাগাড়ী মডেল থানার ওসি মোঃ জাহাঙ্গির আলম সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা চলছে। নিহতের পরিবারের লোকজন আসলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments