রাজধানীর যাত্রাবাড়ী থেকে ভুয়া ডিবি পুলিশের ছয় সদস্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বৃহস্পতিবার সকালে ডিএমপির উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ের সংঘবদ্ধ একটি চক্রের ছয় সদস্যকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে তিনটি আগ্নয়াস্ত্রসহ, ১০ রাউন্ড গুলি ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
এ বিষয়ে দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।