রাজধানীতে মাদকবিরোধী অভিযানে মাদকসহ ৭৩ জনকে গ্রেফতার করা হয়েছে। রাজধানীর বিভিন্ন এলাকায় এই অভিযান চালিয়ে ৭৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
গ্রেফতারের সময় তাদের কাছে থেকে পাঁচ হাজার ৩৫২ পিস ইয়াবা, ১০৫ গ্রাম হেরোইন, ৮১ কেজি ৭১০ গ্রাম ১৬০ পুরিয়া গাঁজা, ২৪০ ক্যান বিয়ার ও ৪ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।
শুক্রবার সকাল ছয়টা থেকে শনিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৯টি মামলা হয়েছে।