ময়মনসিংহের নান্দাইলের বাসহাতি গ্রামের একটি বাড়িতে বুধবার ভোরে বিস্ফোরণে দু’জন নারী নিহত হয়েছেন। বাড়িটিতে অবৈধ আতশবাজি বানানো হয় বলে জানা গেছে। বাড়ির মালিকের নাম বোরহান উদ্দিন।
- স্থানীয় সুত্রমতে, বিস্ফোরণে বাড়ির দেয়ালের ইট খসে পড়ে গেছে। ঘরের চাল, টিন উড়ে গেছে। সেখানে কর্মরত দু’জন নারীর দেহ ছিন্নভিন্ন হয়ে যায়।
- নিহতরা হলেন, আব্দুল গণির স্ত্রী আফিলা খাতুন (৪৫) ও আবুলের স্ত্রী নাসিমা (৩০)। ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করেছেন।
- বাড়িতে বর্তমানে কেউ নেই। বিস্ফোরণের পর বাড়ির লোকজন পালিয়ে গেছে।
তবে বাড়ির লোকজনের পক্ষে দাবি করা হয়েছে, বজ্রপাতের কারণে এ ঘটনা ঘটেছে।