fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িআন্তর্জাতিকযশের KGF ঝড়ে কাঁপছে ইংল্যান্ডের ক্লাব ম্যান সিটি

যশের KGF ঝড়ে কাঁপছে ইংল্যান্ডের ক্লাব ম্যান সিটি

ভারতের দক্ষিণি কন্নড় সিনেমা ‘কেজিএফ চ্যাপ্টার টু’ এখন বিশ্ব মাতাচ্ছে। যশের কেজিএফ উন্মাদনায় সামিল ব্রিটিশ দুনিয়াও। কেজিএফের আঁচ এশিয়ার ছাঁচ পেরিয়ে ছুঁয়েছে ইউরোপের মন।

একসময় ব্রিটিশরা শাসনে-শোষণে ভারত কাঁপিয়েছে, ইংরেজদের সিনেমা এখনও ভারত কাঁপায়। তবে বিশ্বায়নের যুগে আধিপত্যের পাল্টা আক্রমণও শুরু।

এবার যশের কেজিএফ ঝড়ে কাঁপছে ইংল্যান্ডের ম্যান সিটি ক্লাবও। কেজিএফ দুলুনিতে এখন দোল খাচ্ছে ইংলিশ ফুটবল ক্লাব ম্যানচেস্টার সিটি। ম্যান সিটিও নাম লিখিয়েছে KGF ‘কেজিএফ’ ভক্তদের তালিকায়। আকাশী নীলরা এবার তাদের ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছে। আর সেখানেই কেজিএফ ঝলক।

ক্লাবের তিন তারকা ফুটবলার কেভিন ডি ব্রুইনা, ইলকায় গুন্দোয়ান ও ফিল ফোডেনের নামের প্রথম অক্ষর দিয়ে বানানো হয়েছে সিটিজেনদের ‘কেজিএফ’ দল। ছবির ক্যাপশনে বড় করে লেখা, ‘আমাদের নিজস্ব কেজিএফ!’ সিনেমাটি বক্স অফিসে এক সপ্তাহ পেরোনোর আগেই ৬৪৫ কোটি রুপি ঘরে তুলেছে। ধারণা করা হচ্ছে সপ্তাহ শেষে হাজার কোটির ক্লাবে প্রবেশ করবে রকিং স্টার যশের সিনেমাটি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments