কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ১০ বছরের ছাত্রকে ধর্ষণের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার ধলা ইউনিয়নের সেকান্দরনগর গ্রাম থেকে আজ শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষকের নাম আবদুল্লাহ (২৪)। উপজেলার ধলা ইউনিয়নের সেকান্দরনগর এলাকার হজরত শাহ সেকান্দর আউলিয়া কওমি মাদ্রাসার শিক্ষক তিনি।