রোববার গাজীপুর ও টঙ্গীর তিনটি বস্তি এলাকায় ও একটি খাবার হোটেলে গাজীপুর জেলা প্রশাষন কতৃক মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস. এম. তরিকুল ইসলাম এর নির্দেশে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শাহীনুর ইসলামের তত্ত্বাবধায়নে মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মুস্তাফিজুর রহমান।
অভিযান কালে বিভিন্ন অপরাধের জন্য ১০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয় এবং দুই জনকে মোট ৫০ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয় ।
দৈনিক সচেতন বার্তাকে সংবাদের সত্যতা নিশ্চিত করে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মুস্তাফিজুর রহমান জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২ এর অধীনে ১০ জনকে দণ্ড প্রদান করা হয় এবং ২ জনকে মোট ৫০ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়।
তিনি আরো জানান, মোবাইল কোর্টকে গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় ও আনসার ব্যাটালিয়ন এর সদস্য গন সার্বিকভাবে সহযোগিতা প্রদান করেন।