রেললাইনের সিগন্যাল পিলারে নিজের নাম ও বাড়ির মোবাইল নম্বর লিখে ট্রেনের নিচে মাথা দিয়ে আত্মহত্যা করেছেন তাপস কুমার (২২) নামের এক যুবক। গতকাল বিকাল ৫টার দিকে চুয়াডাঙ্গা শহরের রেলবাজার রেলগেটের কাছে এ ঘটনা ঘটে। নিহত তাপস চুয়াডাঙ্গা পৌর এলাকার মালোপাড়ার সুবোল হালদারের ছেলে। তিনি পেশায় সাইকেল মিস্ত্রি ছিলেন।
স্থানীয়রা জানায়, গতকাল বিকালে ঈশ্বরদী থেকে খুলনাগামী একটি মালবাহী ট্রেনে কাটা পড়ে এক যুবক মারা যায়। খবর পেয়ে কয়েকজন সেখানে ছুটে গেলে পাশের সিগন্যাল পিলারে যুবকের নাম ও একটি মোবাইল নম্বর দেখতে পায়। এ থেকে ধারণা করা হয় ওই যুবক আত্মহত্যা করেছেন।
চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক মাসুদ রানা বলেন, নিহত যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসাপাতালে পাঠানো হয়েছে।