সচেতন বার্তা, ৫ আগস্ট: মশা মারার ওষুধ কেনায় অনিয়ম, দুর্নীতি নিয়ে দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন ১০৬) অভিযোগ পাওয়ার পরিপ্রেক্ষিতে গতকাল রবিবার ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) কার্যালয়ে অভিযান চালায় দুদক। সে সময় মশা মারার ওষুধ কেনার সব তথ্য ও নথি সংগ্রহ করা হয়। অভিযানে দুদক টিমের নেতৃত্ব দেন প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক রাশেদুল ইসলাম।
অভিযানের সময় দুদক টিম জানতে পারে, বিগত বছরগুলোতে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইসিডিআর) শুধু কিউলেক্স মশা মারার জন্য আমদানি করা ওষুধ পরীক্ষা করেছে। পরে ওই পরীক্ষার ফলের ওপর ভিত্তি করে ওষুধ আমদানি করা হয়েছে। দুদক টিম ২০১৯-২০ অর্থবছরে মশা মারার ওষুধ কেনার আগে এডিস মশা মারার জন্য তা কতটা কার্যকর তার পরীক্ষা করে সিদ্ধান্ত নিতে পরামর্শ দিয়েছে।
অভিযানের সময় ক্রয় প্রক্রিয়া অনুসন্ধানে দুদক টিম দেখতে পায়, গত ৪ বছর ধরে দি লিমিট এগ্রো প্রোডাক্টস লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান মশা মারার ওষুধ সরবরাহ করেছে। তবে এ বছরের জানুয়ারিতে নিকোন লিমিটেড নামে আরেক প্রতিষ্ঠানকে ওষুধ কেনার কার্যাদেশ দেয়া হয়েছে। দুদক টিম ডিএনসিসির মশা মারার ওষুধ কেনার নথিপত্র পর্যালোচনা করে শিগগিরই কমিশনে প্রতিবেদন জমা দেবে।